মাইক্রোফাইন্যান্স (Microfinance) এর সংজ্ঞা :

মাইক্রোফাইন্যান্স (Microfinance) হচ্ছে সমাজের বিভিন্ন শ্রেণীর লোকেদের জন্য (দরিদ্র/মধ্যবিত্ত/উচ্চ মধ্যবিত্ত) বিভিন্ন ধরনের আর্থিক সেবা (ঋণ,সঞ্চয়,বীমা ও রেমিটেন্স ইত্যাদি)  প্রদান করা । যেমন : ঋণের মধ্যে- সাধারণ ঋণ, উদ্যোগ ঋণ,কৃষি ঋণ, সিজনাল ঋণ, সেনিটেশন ঋণ ইত্যাদি। সঞ্চয়ের মধ্যে- সাধারণ সঞ্চয়, বিশেষ সঞ্চয়, নিরাপত্তা সঞ্চয়, ডিপিএস ইত্যাদি। বীমার মধ্যে- ঋণ বীমা, জীবন বীমা, গবাদি পশু বীমা ইত্যাদি। এবং রেমিটেন্স সেবা মাইক্রো ফাইন্যান্স এর আওতাভূক্ত। অর্থাৎ শুধু মাত্র ঋণ প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে সার্বিক আর্থিক সেবা সমূহের সমন্বয় হলো মাইক্রোফাইন্যান্স। 

অন্যভাবে বলা যেতে পারে, Credit+Savings+Other financial benefit= Microfinance

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here