spot_img
Home Mf Basics সঞ্চয় কি ? এবং সঞ্চয়ের উদ্দেশ্য

সঞ্চয় কি ? এবং সঞ্চয়ের উদ্দেশ্য

0
সঞ্চয় কি ? এবং সঞ্চয়ের উদ্দেশ্য
সঞ্চয় কি

সঞ্চয় :

সঞ্চয় হচ্ছে আয়ের একটি অংশ যা বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য জমা করে রাখা হয়। কোনও একজন ব্যাক্তি, পরিবার বা প্রতিষ্ঠানের সঞ্চয় বলতে ঐ ব্যাক্তি, পরিবার বা প্রতিষ্ঠানের আয়ের সেই অংশকে বুঝায় যা বিনিয়োগের মাধ্যমে মোট আয় বৃদ্ধিতে সহায়তা করে।

সঞ্চয়ের পরিমাণ সঞ্চয়ী মনোভাবের সমানুপাতিক।

সঞ্চয়ের উদ্দেশ্য :


দরিদ্র জনগোষ্ঠী যে সকল উদ্দেশ্যে সঞ্চয় করে থাকে তা মোটা মোটি তিন ভাগে ভাগ করা যায়
১. জীবনযাপনের প্রয়োজনে যেমন- জন্ম, মৃত্য, বিয়ে, শিক্ষা, গৃহ নির্মাণ, ছেলে মেয়ের ভবিষ্যৎ, বৃদ্ধ বয়সে জীবন যাপন ইত্যাদি।
২. জরুরী প্রয়োজনে যেমন- প্রাকৃতিক দুর্যোগ, অসুস্থতা, দুর্ঘটনা, পারিবারিক বিপর্যয় ইত্যাদি।
৩. সুযোগ সুবিধা প্রাপ্তিতে যেমন- নতুন ব্যবসা তৈরী, ব্যবসা – বাণিজ্য বিস্তার, প্রয়োজনীয় ও বিলাস দ্রব্য ক্রয়ের প্রয়োজনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!