মাইক্রোফাইন্যান্স এর অনুপাত বিশ্লেষণ অতি গুরুত্বপূর্ন বিষয়। তাই এই ভিডিওতে মাইক্রোফাইন্যান্স এর বেসিক কিছু রেশিও নিয়ে আলোচনা করা হয়েছে। আপনি যদি একটি মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান বা সংস্থার সার্বিক মূল্যায়ন করতে চান তাহলে অবশ্যই রেশিও এনালাইসিস সম্পর্কে ভালভাবে জনতে হবে। Ratio Analysis for microfinance institutions in bangladesh এই ভিডিওটির মাধ্যমে আপনি রেশিও এনালাইসিস এর প্রাথমিক ধারনা পাবেন। আরও বিস্তারিত জানতে হলে ভিজিট করুন website- https://learnmicrofinance.com/ Facebook page – https://www.facebook.com/learnmicrofinance ভিডিওটি ভাললাগলে বা উপকারে আসলে কমেন্ট, শেয়ার ও লাইক করুন। #microfinance_institutions_in_bangladesh #microfinance

ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীরা জীবন বাজি রেখে গ্রামের পিছিয়ে পড়া মানুষকে স্বাস্থ্য সচেতন করেছে। ফোনের মাধ্যমে যোগাযোগ করে গ্রাহকদের করোনা মোকাবেলার কৌশল সম্পর্কে অবহিত ও সচেতন করেছে। নিজের জীবনের ঝুকি নিয়ে ত্রান ও স্বাস্থ্য সামগ্রী বিতরণের কাজ করেছে। মাইকিং করে জনগনকে সচেতন করেছে। নিজেদের ১ দিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে দিয়েছে। ঋণ আদায় ৩ মাস বন্ধ ছিল। সরকারের অনুমোদন ক্রমে আদায় শুরু করলেও কিস্তির জন্য কোনও চাপ প্রয়োগ করে নি । গ্রাহকের সঞ্চয় সময়মত ফেরত দিয়েছে। যেখানে অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান কর্মীদের বেতন সঠিক ভাবে দিতে ব্যর্থ হয়েছে সেখানে এনজিও এমএফআই প্রতিষ্ঠানগুলো করোনার বন্ধের সময় কর্মীদের বেতন ভাতাদি প্রদান করেছে। সরকারের পাশাপাশি করোনা মোকাবিলায় ফ্রন্ট লাইন সৈনিক হিসাবে অদ্যবধি কাজ করে যাচ্ছে। তবুও এই সেক্টরের অবদানের স্বীকৃতি কোথায় ?
বাংলাদেশে প্রথম করোনা সংক্রমন ধরা পড়ে ৮ মার্চ ২০২০। অন্যান্য দেশের মত আমাদের দেশেও এর বিরুপ প্রভাব পড়ে। আমাদের বন্যা, খরা, তুফান এর মত প্রকৃতিক দূযোর্গ মোকাবিলা করার মত অভিজ্ঞতা থাকলেও এধরনের মহামারির কোনও অভিজ্ঞতা ছিল না। তাই মহামারির শুরুতেই কি করা উচিত এ নিয়ে অন্যান্য অনেক দেশের মত আমরাও দিশেহারা হয়েছি। তবে ধীরে ধীরে আমরা উল্লেখিত কাজ গুলো নিয়মিত করে যাচ্ছি।
যোগাযোগ: করোনার শুরুতেই সকল প্রতিষ্ঠান গ্রাহকদের সাথে স্বাস্থ্য সচেতন ও করোনা প্রতিরোধে কি করা উচিত সেই বিষয়ে ফোনে, সরাসরি (স্বাস্থ্য বিধি মেনে) যোগাযোগ রক্ষা করে পরামর্শ প্রদান করেছে। যে কারনে গ্রাহকেরা বাড়িতে থেকেছে এবং স্বাস্থ্য বিধি মেনে চলেছে। ফলে শুরুতেই ভাইরাস ছড়াতে পারে নি এবং ব্যাক্তিগত সুরক্ষা ও স্বাস্থ্য বিধি মানার বিষয়ে একটি প্রতিষ্ঠানিক রুপ এসেছে।
লিফলেট বিতরণ, হ্যান্ড ওয়াশ ডিভাইস স্থাপন ও মাইকিং: গ্রামের পিছিয়ে পড়া জনগনের সচেতনতা বৃদ্ধিতে সবচেয়ে কার্যকরি হয়েছে লিফলেট বিতরণ ও মাইকিং এর মাধ্যমে প্রচার। যেটি প্রায় সকল এনজিও করেছে।
ত্রান ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ: প্রতিটি এনজিও তাদের সামর্থ্য অনুযায়ী ত্রান ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেছে। অনেক প্রতিষ্ঠান সরকারের ত্রান তহবিলে নগদ অর্থ প্রদান করেছে।
হাসপাতাল খোলা রাখা: করোনা কালে এনজিও পরিচালিত হাসপাতালগুলো খোলা রাখা হয়েছিল। যা এই সেক্টরের একটি অনন্য দৃষ্টান্ত।
স্যাটেলাইট ক্লিনিক: অনেক এনজিও স্যাটেলাইট ক্লিনিক পরিচালনা করে অদ্যবধি গ্রামের মানুষকে স্বাস্থ্য সেবার কার্যক্রম চলমান রেখেছে।
ঋণ আদায় বন্ধ: করোনা কালে প্রতিটি প্রতিষ্ঠান প্রথম তিন মাস ঋণ আদায় বন্ধ রেখেছে।
সঞ্চয় ফেরত: সরকারের কাজ করার অনুমোদন পাওয়ার পর সদস্যদের ঋণ আদায় ঐচ্ছিক থাকলেও নিয়মিত সঞ্চয় ফেরত দিয়ে দিয়েছে।
ঋণ বিতরণ ও ঋণের শ্রেনী করন না করা : প্রতিটি প্রতিষ্ঠান গ্রামীন অর্থনীতিকে চাঙ্গা রাখতে নিয়মিত জামানত ছাড়া ঋণ বিতরণ অব্যাহত রেখেছে। সরকারী প্রনোদনা ঋণও স্বল্প লাভে বিতরণ করছে।
সমৃদ্ধি প্রকল্প: সমন্বিত উন্নয়নের একটি কার্যকরি উপায় হচ্ছে পিকেএসএফ এর সমৃদ্ধি কর্মসূচি। এই প্রকল্পের আওতায় বর্তমানে 202 টি ইউনিয়নে কাজ চলমান রয়েছে।
সামাজিক পূজি: এই করোনা মহামারিতে এনজিও কর্মীর মাধ্যমে যোগাযোগ করার কারনে গ্রামের যুবারা একত্রিত হয়ে ত্রান বিতরণ, সচেতনতা বৃদ্ধি সহ নানা বিধ কাজ করেছে। যা সামাজিক পূজি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রেখেছে।
করোনা পরবর্তী ক্ষুদ্র ঋণ কার্যক্রম আবারও ঘুরে দাড়াচ্ছে। চলছে টিকা দান কর্যক্রমের প্রস্তুতি। যে সকল মানুষ করোনার কারনে নতুন করে পিছিয়ে পড়েছে তাদের নিয়ে কাজ করেত হবে। কৃষি ও গ্রামীন অর্থনীতিতে খরচ করতে পারলে অর্থনীতি আবারও চাঙ্গা হবে। সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। এনজিও এমএফআই গুলো নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। যাদের অবদান অনেক।
বি: দ্র: ফ্রন্ট লাইন সৈনিক হিসাবে টিকা প্রাপ্তিতে এনজিও কর্মীদের অগ্রাধিকার প্রদান করতে হবে।
লেখক: মো: আজিম রানা, উন্নয়ন কর্মী, সহ: পরিচালক, ভার্ক।
#মাইক্রোফাইস্যান্স বেসিক বিষয়গুলো জানতে ভিজিট করুন- https://learnmicrofinance.com/microfinance-basics/
#চাকুরী বিজ্ঞপ্তি পেতে ভিজিট করুন- https://learnmicrofinance.com/jobs/
অন্যান্য বিষয় জানতে ভিজিট করুন-
https://learnmicrofinance.com/blog/