Saturday, December 28, 2024
spot_img
Home Mf Basics ক্ষুদ্রঋণ ব্যবস্থাপনায় ডাইভারসিফিকেশন ও ডিফারেন্সিয়েশন বলতে কি বুঝায় ?

ক্ষুদ্রঋণ ব্যবস্থাপনায় ডাইভারসিফিকেশন ও ডিফারেন্সিয়েশন বলতে কি বুঝায় ?

0
ক্ষুদ্রঋণ ব্যবস্থাপনায় ডাইভারসিফিকেশন ও ডিফারেন্সিয়েশন বলতে কি বুঝায় ?
ক্ষুদ্রঋণ ব্যবস্থাপনায় ডাইভারসিফিকেশন ও ডিফারেন্সিয়েশন বলতে কি বুঝায়

ক্ষুদ্রঋণ ব্যবস্থাপনায় ডাইভারসিফিকেশন ও ডিফারেন্সিয়েশন বলতে কি বুঝায় :

ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনায় ডাইভারসিফিকেশন :

ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনায় সেবার বা সার্ভিসের পরিধি বা ধরণ বাড়ানোই হল ডাইভারসিফিকেশন। যেমন : ঋণ এক ধরনের সোবা, তার পাশে যখন সঞ্চয় যোগ করা হল তখন সেবা বা সার্ভিসের পরিধি বেড়ে গেল কেননা সঞ্চয় অন্য ধরনের একটি সেবা বা সার্ভিস।

ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনায় ডিফারেন্সিয়েশন :

ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনায় একটি নির্দিষ্ট সেবা খাতের একাধিক বিশেষায়িত প্রোডাক্ট থাকাই হল ডিফারেন্সিয়েশন । যেমন: কোন ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে সঞ্চয় সেবা খাতে একাধিক বিশেষায়িত সেভিংস প্রডাক্ট থাকলে বলা যাবে ঐ প্রতিষ্ঠানের অনেক ধরনের বা ডিফারেন্সিয়েটেড সেভিংস প্রডাক্ট রয়েছে যা সদস্যদেরকে নিজেদের পছন্দ ও সামর্থ অনুযায়ী নির্বাচন করার সুযোগ দেয়।

ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনায় ডাইভারসিফিকেশন ও ডিফারেন্সিয়েশন কেন দরকার :

  • বর্তমান বাজার প্রতিযোগীতায় টিকে থাকার জন্য
  • সদস্যদের কাছে চাহিদা ও গ্রহনযোগ্যতা ধরে রাখার জন্য
  • সদস্য সংখ্যা বাড়ানোর জন্য
  • সময়েরে সাথে অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠানের চেয়ে নিজ প্রতিষ্ঠানের প্রতি গ্রাহকদের আকৃষ্ট করার জন্য
  • উদ্ভাবন ও পরিবর্তনের সংস্কৃতি ধরে রেখে নিজ প্রতিষ্ঠানের স্বাতন্ত্র অবস্থান তৈরী করার জন্য।
  • মােইক্রোফাইন্যান্স কর্মসূচীর উপযোগীতা ও ইমপ্যাক্ট বাড়ানোর জন্য
  • প্রতিষ্ঠানের আয় বৃদ্দি করার জন্য
  • প্রতিষ্ঠানের উন্নতি ও স্থায়িত্বশীলতা ধরে রাখার জন্য

আমাদের ইউটিউব চ্যানেল – Learn Microfinance

আমাদের ফেইসবুক পেইজ- Learn Microfinance

আমাদের ফেইসবুক পেইজ- Learn about Microfinance

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!