Sunday, December 22, 2024
spot_img
Home Ratio Analysis ক্ষুদ্র ঋণ কার্যক্রমে আর্থিক অনুপাত বিশ্লেষণ সমূহ – OSS, FSS, Debt to Capital Ratio, RoA, RoC etc.

ক্ষুদ্র ঋণ কার্যক্রমে আর্থিক অনুপাত বিশ্লেষণ সমূহ – OSS, FSS, Debt to Capital Ratio, RoA, RoC etc.

2
ক্ষুদ্র ঋণ কার্যক্রমে আর্থিক অনুপাত বিশ্লেষণ সমূহ – OSS, FSS, Debt to Capital Ratio, RoA, RoC etc.
ক্ষুদ্র ঋণ কার্যক্রমে আর্থিক অনুপাত বিশ্লেষণ

ক্ষুদ্র ঋণ কার্যক্রমে আর্থিক অনুপাত বিশ্লেষণ সমূহ নিম্নে উল্লেখ করা হলো:

Operational Self Sufficiency (OSS) :

কোনও সংস্থা তার পরিচালন আয় দ্বারা পরিচালন ব্যায় নির্বাহ করতে পারে কি না তা যাচাইয়ের জন্য এই অনুপাতটি ব্যবহার করে থাকে।
OSS অনুপাতটি নির্ণয়ের সূত্র:
Operational Self Sufficiency (OSS) = মোট পরিচালন আয় / মোট পরিচালন ব্যায় x ১০০
এক্ষেত্রে, মোট পরিচালন আয় = সার্ভিস চার্জ আয়, ভর্তি ফি, পাশ বই ও ফরম বিক্রি, অবলোপনকৃত কুঋণ(রাইট অফ) আদায় ইত্যাদি।
মোট পরিচালন ব্যায়= তহবিল ব্যায়, সকল ধরনের সাধারণ ও প্রশাসনিক ব্যায়, ঋণ ক্ষতি সঞ্চিতি ব্যায় ইত্যাদি।
আদর্শমান = ১০০% এর উপর। (More Then 100%)

Financial Self Sufficiency (FSS) :

কোনও সংস্থা কোনও রকম বহি:সুবিধা ছাড়াই স্বয়ংসম্পূর্ণ ভাবে নিজের পরিচালন ব্যায়
নির্বাহ করতে সক্ষম কিনা তা যাচাইয়ের জন্য এই অনুপাতটি ব্যবহার করে থাকে।

FSS অনুপাতটি নির্ণয়ের সূত্র:
Financial Self Sufficiency (FSS) = মোট পরিচালন আয় / মোট পরিচালন ব্যায় + ইমুপিউটেড কস্ট x ১০০

আদর্শমান = নূন্যতম ১০০% (Min.100%)

Debt to Capital Ratio :

Debt to Capital Ratio অনুপাতটি নির্ণয়ের সূত্র: Total Debt / Total Capital

এক্ষেত্রে, Total Debt= সকল ধরনের ঋণ ও ধার ( ব্যাংক ঋণ+ পিকেএসএফ ঋণ + সদস্যর সঞ্চয় + অন্যান্য সকল ধার) + বিভিন্ন Operational Liabilities
(যেমন বিভিন্ন ধরনের Defined Benefits/Staff Benefit Fund, কর্মী জামানত, ঝুকি তহবিল ইত্যাদি) এর যে অংশ পৃথকভাবে সংরক্ষিত না হয়ে ঋণ কার্যক্রমে ব্যবহার হচ্ছে।
Total Cpital= স্থিতি পত্রে প্রদর্শিত মোট মূলধন তহবিল।
Debt to Capital Ratio অনুপাতটির আদর্শ মান- ৯:১

Capital Adequacy Ratio :

Debt to Capital Ratio অনুপাতটি নির্ণয়ের সূত্র: Total Capital / Risk Based Asset x 100

এক্ষেত্রে, Risk Based Asset = মোট সম্পদ থেকে সকল বিনিয়োগ (এফডিআর,সঞ্চয়পত্র ইত্যাদি) নগদ স্থিতি ও ব্যাংক স্থিতির বিয়োগফল

Capital Adequacy Ratrio অনুপাতটির আদর্শ মান- ২৫% বা তার বেশি।

সম্পদের বিপরীতে উদৃ্ত্তের অনুপাত বা Return on Assets (RoA)
একটি সংস্থা কাঙ্খিত হারে উদৃত্ত অর্জন করছে কি না তা মূল্যায়নের জন্য RoA অনুপাতটি ব্যবহার করা হয়ে থাকে।


Return on Assets (RoA) অনুপাতটি নির্ণয়ের সূত্র:

সম্পদের বিপরীতে উদৃত্তের হার= বাৎসরিক উদ্ত্ত / গড় সম্পদ x ১০০
এক্ষেত্রে, গড় সম্পদ= (বিগত জুন শেষে মোট সম্পদ+বর্তমান জুন শেষে মোট সম্পদ) / ২
শাখা পর্যায়ে RoA এর আদর্শ মান= (৩%+)

পূঁজির বিপরীতে উদৃত্তের অনুপাত Return on Capital (RoC)
সংস্থার উদৃত্ত অর্জনের পারফরমেন্স বোঝার জন্য মোট সম্পদের পাশাপাশি মোট পূজির বিপরীতে উদৃত্তের হার নির্ণয় করা প্রয়োজন।

Return on Capital (RoC) অনুপাতটি নির্ণয়ের সূত্র:


পূঁজির বিপরীতে উদৃত্তের হার= বাৎসরিক উদ্ত্ত / গড় পূঁজি x ১০০
এক্ষেত্রে, গড় পূঁজি= (বিগত জুন শেষে মোট পূঁজি +বর্তমান জুন শেষে মোট পূঁজি) / ২
RoCএর আদর্শ মান= (১৫%+)

পোর্টফলিও ইল্ড : সংস্থা কাঙ্খিত হারে সার্ভিস চার্জ আয় করতে পারছে কিনা তা দেখার জন্য এই অনুপাতটি ব্যবহার করে থাকে।

পোর্টফলিও ইল্ড অনুপাতটি নির্ণয়ের সূত্র:

পোর্টফলিও ইল্ড = বাৎসরিক মোট সার্ভিস চার্জ আয় / গড় ঋণ স্থিতি

ক্ষুদ্র ঋণ কার্যক্রমে আর্থিক অনুপাত বিশ্লেষণ আরও সহজ ভাবে বুঝতে নিম্নর ভিডিওটি দেখুন-

আর্থিক অনুপাত বিশ্লেষণ

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!