Sunday, November 24, 2024
spot_img
Home Mf Basics উদ্যোক্তা এবং ক্ষুদ্র উদ্যোক্তা কাকে বলে ? আয়বৃদ্ধিমূলক কর্মকান্ড এবং ক্ষুদ্র উদ্যোগের মধ্যে পার্থক্য কি ? উদ্যোক্তার গুণাবলী উল্লেখ করুন।

উদ্যোক্তা এবং ক্ষুদ্র উদ্যোক্তা কাকে বলে ? আয়বৃদ্ধিমূলক কর্মকান্ড এবং ক্ষুদ্র উদ্যোগের মধ্যে পার্থক্য কি ? উদ্যোক্তার গুণাবলী উল্লেখ করুন।

0
উদ্যোক্তা এবং ক্ষুদ্র উদ্যোক্তা কাকে বলে ? আয়বৃদ্ধিমূলক কর্মকান্ড এবং ক্ষুদ্র উদ্যোগের মধ্যে পার্থক্য কি ? উদ্যোক্তার গুণাবলী উল্লেখ করুন।
উদ্যোক্তা এবং ক্ষুদ্র উদ্যোক্তা

উদ্যোক্তা এবং ক্ষুদ্র উদ্যোগ সম্পর্কে এই কমন প্রশ্নগুলো NGO, Mfi, Bank, SME নিয়ে কাজ করে এমন আর্থিক প্রতিষ্ঠানের চাকরির ইন্টারভিউতে কমন প্রশ্ন হিসাবে প্রায়শই করা হয় ।

উদ্যোক্তা কাকে বলে :

উদ্যোক্তা বলতে এমন একজন ব্যাক্তিকে বুঝি, যিনি কোন নির্দিষ্ট ব্যাবসার উদ্দেশ্যকে সামনে রেখে পরিকল্পনা গ্রহণ করেন এবং ঝুঁকি মোকাবেলা করা ও সিদ্ধান্ত গ্রহণ করার সামর্থ রাখেন। অর্থাৎ যিনি শ্রম, মূলধন, এবং অন্যান্য সম্পদের মধ্যে এমন একটি প্রক্রিয়া এবং প্রয়োগ ঘটান যার ফলে বিদ্যমান সম্পদের বর্তমান মূল্য ও গুরুত্ব থেকে বাড়তি মূল্য ও গুরুত্ব তৈরী হয়। একজন উদ্যাক্তা এই বাড়তি মূল্য ও গুরুত্ব সংযোজনের জন্য ঝুকি ও অনিশ্চয়তাকে মোকাবেলা করে ব্যাবসা বা উদ্যোগ স্থাপন করেন। তিনি ক্রেতার চাহিদার নিরিখে পণ্য বাজার তৈরী করেন। এবং কর্মসংস্থানের সৃষ্টি করেন।

ক্ষুদ্র উদ্যাক্তা কাকে বলে :


সাধারণ অর্থে ক্ষুদ্র উদ্যোগ বলতে পুর্ণকালীন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকারী অর্থনৈতিক কর্মকান্ডকে বুঝায়।

আয়বৃদ্ধিমূলক কর্মকান্ড এবং ক্ষুদ্র উদ্যোক্তার মধ্যে পার্থক্য :


সাধারণ আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডের সাথে উদ্যোগের মৌলিক পার্থক্য হলো আয়বৃদ্ধিমূলক কর্মকান্ড হচ্ছে খন্ডকালীন কর্মসংস্থানের সৃষ্টিকারী কর্মকান্ড। পক্ষান্তরে ক্ষুদ্র উদ্যোগ হচ্ছে পূর্ণকালীন কর্মসংস্থান সৃষ্টিকারী কর্মকান্ড যেখানে উদ্যাক্তার নিজের এবং পরিবারের অন্য সদস্যর পাশাপাশি পরিবার বর্হিভূত জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ থাকে।

উদ্যোক্তার গুণাবলী:


গুণ বা গুণাবলী হচ্ছে মানুষের সে সমস্ত আভ্যন্তরীন ইতিবাচক বৈশিষ্ট্য যার দ্বারা মানুষ আত্নবিশ্বাসী হয়ে উঠে, সৃজনশীল কর্মকান্ডে নিয়োজিত হয়, অন্যকে প্রভাবিত করতে পারে, ঝুকি মোকাবিলা করতে পারে। একজন সফল উদ্যোক্তার লক্ষ্যই হলো তার ইচ্ছার বাস্তব রুপায়ন। আর এই সফলতা অর্জনে তার যেসব গুণাবলী থাকা প্রয়োজন তা নিম্নে দেয়া হলো:

  • সঠিক পরিকল্পনা গ্রহন করতে পারেন
  • তার মধ্যে দুরদর্শিতা থাকে। অর্থাৎ পরে যেটা ঘটাবে সেটা উনি আগেই সঠিক অনুমান করতে পারেন।
  • সততা
  • পরিশ্রম করতে পারেন
  • আত্নবিশ্বাসী
  • কাষ্টমারের সন্তুষ্ঠি অর্জন করতে পারেন
  • হিসাবী
  • অধ্যাবসায়ী
  • চরিত্রবান
  • বিনয়ি
  • তথ্যানুসন্ধানি
  • সময় জ্ঞান সঠিক
  • ঝুকি গ্রহনের সাহস
  • মিষ্ঠভাষী
  • ভাল ব্যবহার
  • ব্যাক্তিগত ও পরিবেশগত পরিষ্কার পরিচ্ছন্নতা
  • ধৈয্যশীল
  • দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা
  • সাহসী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!