Tuesday, September 30, 2025
spot_img
Home AIS ভাউচার কি, কত প্রকার ও কি কি ? বিস্তারিত আলোচনা

ভাউচার কি, কত প্রকার ও কি কি ? বিস্তারিত আলোচনা

0
ভাউচার কি, কত প্রকার ও কি কি ? বিস্তারিত আলোচনা
ভাউচার-কি-কত-প্রকার-বিস্তারিত-আলোচনা

ভাউচার :

ভাউচার হল একাউন্টিং প্রক্রিয়ার তথ্যের প্রথমিক উৎস। ভাউচার একটি আর্থিক লেনদেনের প্রমাণ এবং উপযুক্ততা হিসাবে কাজ করে। লেনদেন সম্পন্ন হওয়ার সাথে সাথে একটি ভাউচারে রের্কড করতে হবে। ভাউচারের সাপোর্টিং হিসাবে (যদি থাকে)  প্রয়োজনীয় প্রমান পত্র প্রদান করতে হয়। শুধু মাত্র যথাযথ ভাবে অনুমোদিত ভাউচার একাউন্টের বই তে পোষ্ট করা হয়। 

সাধারণত ভাউচার তিন প্রকার

১) ডেবিট ভাউচার

২) ক্রেডিট ভাউচার

৩) জার্নাল ভাউচার

আলোচনা:

১) ডেবিট ভাউচার :

 নগদ/ব্যাংক খরচ, কোনও পেমেন্ট বা ডিসচার্জিং দায়গুলির ক্ষেত্রে ডেবিট ভাউচারের মাধ্যমে রেকর্ড করতে হবে।

ডেবিট ভাউচার দুেই প্রকার

 ক) ক্যাশ ডেবিট ভাউচার এবং

 খ) ব্যাংক ডেবিট ভাউচার।

২) ক্রেডিট ভাউচার : 

নগদ/ব্যাংক প্রাপ্তি বা আয়ের ক্ষেত্রে ক্রেডিট ভাউচারের মাধ্যমে রেকর্ড করতে হবে।

ক্রেডিট ভাউচার দুই প্রকার 

ক) ক্যাশ ক্রেডিট ভাউচার এবং 

খ) ব্যাংক ক্রেডিট ভাউচার।

 ৩) জার্নাল ভাউচার : 

আন্ত : সম্পর্কিত একাউন্টগুলোর মধ্যে বিভিন্ন সংমিশ্রণ সমন্বয় করার জন্য জার্নাল ভাউচার প্রস্তুত করতে হয়। জার্নাল ভাউচারে অনগদ লেনদেন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!