RADITIONAL BANK VERSUS MFI

মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউট (MFI)প্রচলিত ব্যাংক
১.মাইক্রোফিন্যান্স সিস্টেমটি পিছিয়ে পড়া(তুলনা মূলক দরিদ্র) মানুষের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।১.ব্যাংকিং ব্যবস্থাকে ইচ্ছাকৃতভাবে তুলনা মূলক ভাবে ধনী মানুষের জন্য ডিজাইন করা হয়েছে
২.গরিব মানুষ ঋণ সেবা পায়২.ধনী মানুষ ঋণ পায়
৩.মাইক্রোফিন্যান্স ব্যবস্থায় প্রতিষ্ঠান মানুষকে বিশ্বাস করে মানুষের এবং মানুষ প্রতিষ্ঠানকে বিশ্বাস করে। কার্যক্রমের মূল ভিত্তি হলো বিশ্বাস।৩.ব্যাংকিং ব্যবস্থায় মানুষের চেয়ে ডকুমেন্টকে বিশ্বাস করে। মূলত ডকুমেন্ট বা কাগজপত্রের উপর নির্ভর করে কার্যক্রম।
৪.নারীরা অধিক আর্থিক সেবা পায় ৪.পুরুষরা অধিক আর্থিক সেবা পায়
৫.মাইক্রোফিন্যান্স ব্যবস্থায় আইনজীবী বা পুলিশের কোনো স্থান নেই। অথবা উকিল মুক্ত ব্যাংকিং ব্যবস্থা বলা চলে।৫.অনেক বড় আইনজীবীগন নিয়োগ পায়।
৬.জামানত ছাড়া ঋণ প্রদান করে৬.জামানত নিয়ে ঋণ প্রদান করে
৭.ঋণ পরিশোধের হার অনেক বেশি৭.ঋণ পরিশোধের হার মাইক্রোফিন্যান্স ব্যবস্থার মতো ভালো নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here