RADITIONAL BANK VERSUS MFI
মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউট (MFI) | প্রচলিত ব্যাংক |
১.মাইক্রোফিন্যান্স সিস্টেমটি পিছিয়ে পড়া(তুলনা মূলক দরিদ্র) মানুষের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। | ১.ব্যাংকিং ব্যবস্থাকে ইচ্ছাকৃতভাবে তুলনা মূলক ভাবে ধনী মানুষের জন্য ডিজাইন করা হয়েছে |
২.গরিব মানুষ ঋণ সেবা পায় | ২.ধনী মানুষ ঋণ পায় |
৩.মাইক্রোফিন্যান্স ব্যবস্থায় প্রতিষ্ঠান মানুষকে বিশ্বাস করে মানুষের এবং মানুষ প্রতিষ্ঠানকে বিশ্বাস করে। কার্যক্রমের মূল ভিত্তি হলো বিশ্বাস। | ৩.ব্যাংকিং ব্যবস্থায় মানুষের চেয়ে ডকুমেন্টকে বিশ্বাস করে। মূলত ডকুমেন্ট বা কাগজপত্রের উপর নির্ভর করে কার্যক্রম। |
৪.নারীরা অধিক আর্থিক সেবা পায় | ৪.পুরুষরা অধিক আর্থিক সেবা পায় |
৫.মাইক্রোফিন্যান্স ব্যবস্থায় আইনজীবী বা পুলিশের কোনো স্থান নেই। অথবা উকিল মুক্ত ব্যাংকিং ব্যবস্থা বলা চলে। | ৫.অনেক বড় আইনজীবীগন নিয়োগ পায়। |
৬.জামানত ছাড়া ঋণ প্রদান করে | ৬.জামানত নিয়ে ঋণ প্রদান করে |
৭.ঋণ পরিশোধের হার অনেক বেশি | ৭.ঋণ পরিশোধের হার মাইক্রোফিন্যান্স ব্যবস্থার মতো ভালো নয়। |